বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় এবং ফুলবাড়িয়া উপজেলার ব্যবস্থাপনায় ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহে ৫৩ তম কাব বেসিক কোর্স ২৬-৩০ জানুয়ারি, ২০২১ পর্যন্ত চলবে। কোর্সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। কোর্স লিডার হিসেবে দায়িত্বপালন করছেন জনাব মোঃ নজরুল ইসলাম, এলটি, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এবং আরো ০৯ জন প্রশিক্ষক কোর্স লিডারকে সার্বিক সহযোগিতা করার জন্য কোর্সে সার্বক্ষণিক অবস্থান করছেন। কোর্সের সমাপনী অনুষ্ঠান ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩০ মিনিটে।