Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৯

ফুলপুর উপজেলার হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের কার্যক্রম পর্যবেক্ষণ,অনুদান প্রদান এবং স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2019-05-26

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর কর্তৃক ময়মনসিংহের ফুলপুর উপজেলার হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের কার্যক্রম পর্যবেক্ষণ,অনুদান প্রদান এবং স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা উপেজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আজ ২৮ মে ২০১৯ তারিখ সকাল সাড়ে দশ ঘটিকায় অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আতাউল করিম রাসেল,চেয়ারম্যান,ফুলপুর উপজেলা । প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী নাজমুল হক,জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) । বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার,জাতীয় কমিশনার(জনসংযোগ প্রচার প্রকাশনা ও মার্কেটিং );জনাব আমিনুল ইসলাম খান পারভেজ,জাতীয় উপ কমিশনার,মাহফুজা পারভীন,উপ-পরিচালক,বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল; জনাব ফরিদ উদ্দীন,সহকারী পরিচালক(এক্সটেনশন স্কাউটিং ও সংগঠন);জনাব মো. এখলাস উদ্দিন ,সহকারী পরিচালক,বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল ।