Wellcome to National Portal
  • 2021-11-11-06-56-d9701a7cb1c2f856aeac5fbc6fe8a866
  • 2021-11-11-06-57-bc3947b393fbfc45805efc4e1eec5f23
  • 2021-11-11-06-56-9658368c487e6de44f03cc6c4276e86a
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২১

৫৪ ও ৫৫ তম কাব বেসিক কোর্স শুরু হল


প্রকাশন তারিখ : 2021-02-16

বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় এবং মদন উপজেলার ব্যবস্থাপনায় জাহাঙ্গীরপুর টি. আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদন, নেত্রকোনাতে ৫৪ ও ৫৫ তম কাব বেসিক কোর্স ১৬-২০ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত চলবে। কোর্সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। ৫৪ তম কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্বপালন করছেন জনাব মোঃ আবু জাহিদ, এএলটি এবং ৫৫ তম কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্বপালন করছেন জনাব এম শাহ আতিকুর রহমান। আরো ১৮ জন প্রশিক্ষক কোর্স লিডারবৃন্দকে সার্বিক সহযোগিতা করার জন্য কোর্সে সার্বক্ষণিক অবস্থান করছেন। কোর্সের সমাপনী অনুষ্ঠান ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩০ মিনিটে।